বিশ্বকাপ ফাইনালের হারে প্রলেপ দিয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে একদিনের সিরিজ জয়। পাঁচ বছর পর প্রোটিয়া ভূমে লোকেশ রাহুলের নেতৃত্বে একদিনের সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। এবার আসল পরীক্ষা। মঙ্গলবার থেকে শুরু সেঞ্চুরিয়ানে প্রথম টেস্ট। মাঠে নামার আগে অবশ্য এই ম্যাচে এগিয়ে রোহিতের ভারত।
গত ৩১ বছরে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের কোনও নজির নেই টিম ইন্ডিয়ার। এখনও পর্যন্ত সিংহ দেশে মাত্র তিনটি টেস্ট জিতেছে ভারত। যার মধ্যে দুটি জোহান্সেবার্গে। শামি না থাকলেও এবার রোহিতের হাতে রসদ অনেক। বিশেষ করে পরিণত বুমরা, এই সিরিজের অন্যতম ফ্যাক্টর।
সাদা বলের পর দক্ষিণ আফ্রিকার মাটিকে লাল বলেও বিরাট কোহলিকে পাওয়া যাবে না। তাতে অবশ্য দমতে রাজি নন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। এই সিরিজে তিনি পরখ করতে চান শুভমন গিল, যশস্বী জয়সওয়ালদের দিয়ে।