অবসরের পর প্রথম কোর্টে নামলেন রজার ফেডেরার। হ্যালে টুর্নামেন্টে কোর্ট ফিরলেন তিনি। এই টুর্নামেন্টে ১০বারের চ্যাম্পিয়ন তিনি। সংবাদমাধ্যমে তিনি জানান, আন্তর্জাতিক টেনিসে ফিরতে পারেন তিনি।
ফেডেক্সের মতে, "অনেকদিন পর প্রীত ম্যাচ খেলতে এসেছি। শরীর যখন সম্পূর্ণ সুস্থ হবে, প্রস্তুত হয়ে যাব। এই সময় খেলা থেকে একটু দূরে এসে ভাল আছি। দেখা যাক, কী হয়।"
গত সেপ্টেম্বর মাসে টেনিস বিশ্ব থেকে অবসর নিয়েছিলেন রজার ফেডেরার। আন্তর্জাতিক টেনিসে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন তিনি। সদ্য ২৩তম গ্র্যান্ডস্লাম জিতে ফেলেছেন নোভাক জোকোভিচ।