টেনিস ছাড়লেও, টেনিসকে ভুলতে পারছেন না রজার ফেডেরার। তাই ইঙ্গিত দিলেন, সবকিছু ঠিক থাকলে ফের কোর্টে ফিরতে পারেন তিনি। আগামী বছর লেভার কাপে ফের খেলতে পারেন তিনি। গত শনিবার ভারতীয় সময় ভোর সাড়ে চারটের সময় ২৪ বছরের টেনিস জীবন শেষ হয়েছিল এই লেভার কাপের ম্য়াচে। রাজার মতো এসেছিলেন, ওই দিন রাজার মতোই বিদায় নিয়েছিল। তাঁর সেই ছেড়ে যাওয়ার শোক এখনও কাটাতে উঠতে পারেননি নোভাক জকোভিচ থেকে রাফায়েল নাদাল। তারমধ্যেই ফের কোর্টে ফেরার ইঙ্গিত দিলেন সুইস সম্রাট।
৪১ বছরের ফেডেরারের ক্য়াবিনটে প্রাচুর্যের কমতি নেই। এরমধ্যে মণিমানিক্যের মতো খচিত আছে ২০টি গ্র্যান্ডস্লাম খেতাব। আগামী বছর ভ্যাঙ্কুভারে হবে লেভার কাপের ম্য়াচ। তার আগে রজার জানিয়েছেন, ইচ্ছা আছে ফিরে আসার। কিন্তু দেখতে হবে শরীর তাঁকে কোর্টে ফিরতে দেবে কীনা।
একবছর আগে থেকেই চোট তাঁকে তাড়া করে বেরিয়েছে। মাঝে মধ্যেই তাঁর হাত থেকে হারিয়ে যেতে শুরু করেছিল ক্রসকোর্ট ভলি। নেটে এসেও বেশ কয়েকবার হাঁপিয়ে যাচ্ছিলেন। শরীরের সঙ্গে আর জুত করতে পারছিলেন না। তারউপর প্রায় হাঁটুর বয়সী প্রতিযোগিদের সঙ্গে বেশ বেমানান লাগছিল রজারকে। তিনিও বুঝতে পেরেছিলেন, টেনিস এখন আরও এক ঝাপ এগিয়ে গিয়েছে। তাই আর নয়। তবুও ফেডেক্স ভক্তরা অপেক্ষায় থাকবেন আগামী বছরের। হয়তো আসছে বছর আবার হবে।