অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করেছেন রোহন বোপান্না। ইটালিয়ান জুটিকে ৭-৬, ৭-৫ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এরপরেই নিজের বক্তব্য প্রকাশ করেছেন রোহন।
প্রথমেই তিনি তাঁর ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়েছেন। এর পাশাপাশি তিনি বলেন, সবসময় নিজের উপর বিশ্বাস রাখতে হবে। কারণ কখন সময় বদলাবে তা কেউ জানে না।
এদিকে নিজের বয়স নিয়েও মন্তব্য করেছেন রোহন। জানিয়েছেন, সবাই ৪৩ বছর বললেও তাঁর বয়স ৪৩ নয়। তিনি এখন লেভেল ৪৩-এ রয়েছেন। একইসঙ্গে তাঁর পার্টনার ম্যাথেউ এবডেনকে ধন্যবাদ জানিয়েছেন রোহন।