হরিদ্বারের গঙ্গায় এবার পদক বিসর্জন দেবেন সাক্ষী মালিক, বিনেশ ফোগট, বজরং পুনিয়ারা। আন্দোলন আরও জোরদার করতে, ইন্ডিয়া গেটের সামনে আমরণ অনশনে বসবেন। সোমবার রাতে আইপিএল জিতেছেন মহেন্দ্র সিং ধোনি ও চেন্নাই সুপার কিংস। শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন সাক্ষী মালিক। তাঁর সেই টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রিও অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী সাক্ষী মালিক। তিনি ধোনিদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, "আমরা ক্রীড়াবিদ হিসেবে খুশি। কিছু ক্রীড়াবিদতো যোগ্য সম্মান পাচ্ছেন। আমারা এখনও ন্যায়ের জন্য লড়াই করছি।"
রেসলিং ফেডারেশনের প্রধান ও বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলে ধর্না করছেন কুস্তিগিররা। রবিবার তাদের যন্তর মন্তর থেকে তুলে দেওয়া হয় অভিযোগ পুলিশের বিরুদ্ধে। নতুন সংসদ ভবনে ধর্না দেওয়ার পথে তাদের টেনে-হিঁচড়ে আটক করে পুলিশ।