মেলবোর্নে ছুটছে সানিয়ার বিজয় রথ। জীবনের শেষ গ্র্যান্ডস্লামে রোহন বোপান্নকে নিয়ে মিক্সড ডবলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন ভারতের টেনিস তারকা। সোমবার স্ট্রেট সেটে তাঁরা হারিয়েছেন উরুগুয়ে এবং জাপানি জুটিকে। ম্যাচের ফল ৬-৪, ৭-৬। যদিও দ্বিতীয় সেট জিততে ঘাম ঝড়াতে হয় সানিয়া এবং বোপান্নাকে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ১১-৯ পয়েন্টে ম্যাচ বার করে ভারতীয় জুটি।
যদিও জীবনের শেষ গ্র্যান্ডস্লামে অর্ধেক আশা শেষ হয়ে গিয়েছে সানিয়ার। দু দিন আগেই মহিলাদের ডবলস থেকে ছিটকে গিয়েছেন ৩৭ বছরের সানিয়া। একসময় এই বিভাগে তিনি এক নম্বর ছিলেন। তবে মিক্সড ডবলসে তাঁরা আশা এখন রয়ে গেল।
সম্প্রতি সানিয়া ঘোষণা করেছিলেন, এই বছরের ফেব্রুয়ারি মাসেই কোর্ট ছাড়ছেন তিনি। এই অস্ট্রেলিয়া থেকেই জীবনের টেনিস শুরু করেছিলেন সানিয়া। এই কোর্ট থেকে শেষবার একটা ট্রফি জিতেই টেনিসকে বিদায় জানাতে চান তিনি।