মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে হার। শেষবার অস্ট্রেলিয়ান ওপেন খেলে ফেললেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা (Indian Tennis Star Sania Mirza)। মঙ্গলবার মিক্সড ডাবলসে রাজীব রাম ও সানিয়া মির্জা ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন (Australia Open 2022) থেকে।
এর আগে সানিয়া মির্জা জানান, ২০২২ মরশুমেই তিনি অবসর নিতে চান। এদিন অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলসে আমেরিকান জুটি রাজীব রামের সঙ্গে খেলতে নামেন সানিয়া। জেসন কুবলের ও জেইমি ফোরলিসের বিরুদ্ধে ৪-৬ ও ৬-৭ সেটে হারেন সানিয়ারা।
এর আগে অস্ট্রেলিয়া ওপেনে মেয়েদের ডাবলসে ফাস্ট রাউন্ডেই হারেন সানিয়া। তারপরই অবসরের কথা ঘোষণা করেন তিনি। সানিয়া জানান, এই অতিমারি পরিস্থিতিতে সব কিছুই অনিশ্চিত হয়ে গিয়েছে। তাই পরিবার ও নিজের কথা ভেবে অবসরের পথে হাঁটতে চান তিনি।