শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পর ফের সোশ্যাল মিডিয়ায় পোস্ট সানিয়া মির্জার। টেনিস তারকা জানিয়েছেন, হাজারও সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। তবে নিজের পোস্টে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন তিনি।
শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সানিয়া লেখেন, জীবনে এমন কিছু ঘটে যা সম্পর্কে বাইরের মানুষের কোনও ধারণা থাকে না। কিছু অভিজ্ঞতা জীবন পাল্টে দেয়। ভাঙে, গড়ে, জীবনকে নতুন করে শেখায়। শেখায় কীভাবে আরও শক্তিশালী হয়ে উঠতে হয়। কেউ প্রশ্ন তুললে সেটাকে পাত্তা না দেওয়াই ভাল। কারও কাছে প্রমাণের কিছু নেই। ঝড় সামলিয়ে এগিয়ে চলাটাই আসল।
কয়েকদিন আগে পাক ক্রিকেটার শোয়েব মালিক তৃতীয় বিয়ে করেন। সেই খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান শোয়েব। এরপরই শোয়েব-সানিয়ার সম্পর্ক নিয়ে ফের আলোচনা হয়। সানিয়ার পরিবারের তরফে জানিয়ে দেওয়া হয়, তাঁদের বিচ্ছেদ আগেই হয়ে গিয়েছিল।