পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে ভারতীয় টেনিস সুন্দরী সনিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলল সনিয়ার পরিবার। তাঁদের পক্ষ থেকে তৃতীয় বিয়ের জন্য শোয়েবকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
শনিবার এই বিচ্ছেদের পরেই সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছিলেন, ধর্মীয় আইন অনুযায়ী, সানিয়ার সঙ্গে আগেই শোয়েবের বিচ্ছেদ হয়েছে। এবার মির্জা পরিবারের পক্ষ থেকে ইন্সটাগ্রামে পোস্ট করা হয়েছে।
আরও পড়ুন - সানিয়া-শোয়েবের বিচ্ছেদ, সংসার ভাঙার দায় দাদার উপরেই চাপালেন ক্রিকেটারের বোন
কী লেখা হয়েছে?
মির্জা পরিবারের পক্ষ থেকে ইন্সটাগ্রামে একটি পোস্ট করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, 'সানিয়া ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কিন্তু এই পরিস্থিতি কিছু না বললেই নয়। কয়েক মাস আগেই সানিয়া এবং শোয়েবের বিবাহবিচ্ছেদ হয়েছে। নতুন জীবনের জন্য শোয়েবকে শুভেচ্ছা জানিয়েছে সানিয়া।'