পদকের হ্যাটট্রিক হয়নি। প্যারিস তাঁকে হতাশ করেছে। কিন্তু এখনও খেলা থেকে অবসর নিচ্ছেন না। এমনটাই ইঙ্গিত দিলেন ভারতীয় শাটলার পিভি সিন্ধু। চার বছর পর ফের একটা অলিম্পিক। সেই অলিম্পিকে তিনি ফিরবেন কীনা, তা স্পষ্ট না করলেও, সিন্ধু জানিয়েছেন, খানিক বিশ্রাম নিয়ে ফের কোর্টে ফিরবেন তিনি।
ফেসবুকে সিন্ধু জানিয়েছেন, প্যারিস তাঁর কাছে একটা সুন্দর যাত্রা ছিল। কিন্তু একটা কঠিন হারের মুখোমুখি তাঁকে পড়তে হয়েছে। তিনি মনে করেন, পেশাদার জীবনে এই হার বেশ কঠিন। বেশ খানিকক্ষণ সময় লাগবে এই হার সহ্য করতে। কিন্তু জীবন এগিয়ে নিয়ে যেতেই হয়। অপেক্ষা করতে হবে, সেই দিনটার জন্য, যেদিন তিনি এই হার তিনি মেনে নিতে পারবেন।
দু বছর চোটের জন্য ভুগেছেন। অনেকটা সময় খেলার বাইরে ছিলেন। এই সমস্যাগুলির পরেও এবার তিনি প্যারিসে গিয়েছিলেন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে। সামনে ছিল পদক জয়ের হ্যাটট্রিক। এবং এরজন্য তিনি গর্বিত বলেই দাবি করেছেন পিভি সিন্ধু।
ধন্যবাদ জানিয়েছেন, তাঁরা ভক্ত ও সমর্থকদের। এই কঠিন সময়ে সমর্থকদের বার্তা তাঁর কাছে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। তিনি এবং তাঁর দল প্যারিসে নিজেদের সেরাটা দিয়েছেন। তাই ফেরার সময় কোনও আক্ষেপ না নিয়েই ফিরতে চাইছেন পিভি সিন্ধু।