বিশ্ব টেনিসের ইতালির নবজাগরণ। রুশ দানিল মেদভেদভকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন জনিক সিনার। ফলে নতুন চ্যাম্পিয়ন পেল রড লেভার অ্যারিনা। রবিবার পুরুষদের ফাইনালে প্রথম দু সেটে পিছিয়ে থেকে ম্যাচ বার করলেন ইতালির এই টেনিস খেলোয়াড়। এই নিয়ে তৃতীয়বারের চেষ্টাতেও অস্ট্রেলিয়ান ওপেন জেতা হল না মেদভেদের।
নোভাক জকোভিচকে হারিয়ে এই ওপেনের এবার সবার নজর কেড়েছিলেন সিনার। এদিন ফাইনালে প্রথম দুটি সেটে তিন-ছয়, তিন-ছয় গেমে পিছিয়ে ছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেট থেকে অন্য সিনারকে দেখতে পায় রড লেভার অ্যারিনা। শেষ সেট ছয়-তিনে জিতে মহাকাব্য তৈরি করলেন ২৩ বছরের তরুণ।
২০২১ ও ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন রাশিয়ার টেনিস প্লেয়ার দানিল মেদভেদেভ। কিন্তু খেতাব জেতা হয়নি। ২০২১ সালে তাঁকে মেলবোর্নে হারান নোভাক জকোভিচ। এবং ২০২২ সালে রড লেভার এরিনায় তিনি হারেন রাফায়েল নাদালের কাছে।