এখনও ঝুলে রইল ভিনেশ ফোগাতের ভাগ্য। মেয়েদের ৫০ কেজি বিভাগের ফাইনালে খেলতে নামার আগে ডিজকোয়ালিফাই হয়ে যান ভিনেশ। ১০০ কেজি ওজন বেশি ছিল তাঁর। ক্রীড়া আদালতে আবেদন করলেও, দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। তবে কি রুপো জিতবেন ভিনেশ! এবার ভিনেশের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন, নিয়ম ভাল করে জানেন না। তবে ওর কোয়ালিফাই করা উচিত ছিল বলেই মনে করছেন সৌরভ।
সৌরভ গঙ্গোপাধ্যায় সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, "নিয়ম কী আছে, জানা নেই। কিন্তু এটা নিশ্চিত, ও যখন ফাইনালে গেছিলেন, ঠিক নিয়ম মেনেই গিয়েছিল। এবার ফাইনালে উঠলে তো পদক তো দরকার। আমার মনে হয় ওর রুপো জয় প্রয়োজন ছিল।"
আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করেছিলেন ভিনেশ ফোগাত। ক্রীড়া আদালতে তাঁর আবেদন শোনা হয়েছে। কিন্তু এত দ্রুত কোনও সিদ্ধান্তে আসতে চাইছে না তাঁরা। রবিবারই অলিম্পিক শেষ। এই অলিম্পিক চলাকালীন কোনও ফয়সলা এল না। আদৌ কি রুপো জিততে পারবেন ভিনেশ। ক্রীড়া আদালত কী রায় দেয়, তার দিকে তাকিয়ে ভারত।