এশিয়ান গেমসের স্কোয়াশে ফাইনাল ম্যাচে হার। রুপো জয় বাংলার সৌরভ ঘোষালের। এবার এশিয়ান গেমসে প্রথম প্লেয়ার হিসেবে পাঁচটি পদক জিতলেন বাংলার সৌরভ। এদিকে মেয়েদের কুস্তিতে পদক জিতলেন অন্তিম পাঙ্ঘাল। এশিয়ান গেমসে মেয়েদের কুস্তিতে প্রথম পদক।
বৃহস্পতিবার ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে নেমেছিলেন সৌরভ ঘোষাল। প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার এনজি ইয়ান ইয়ও। ১১-৯, ৯-১১, ৫-১১, ৭-১১ গেমে হারতে হয় সৌরভকে। এদিকে কুস্তির ৫০ কেজি বিভাগে নেমেছিলেন অন্তিম। প্রথম রাউন্ডে এগিয়ে থাকলেও হারতে হয় অন্তিমকে। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়।
আরও পড়ুন: