কুস্তিগিরদের ধর্না নিয়ে এবার নড়েচড়ে বসল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Sports Minsitry Of India)। ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চেয়ে পাঠানো হয়েছে সভাপতি ব্রিজভূষণ শরন সিংয়ের (Brijbhushan Sharan Singh) কাছে। না পেলে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে।
ক্রীড়ামন্ত্রক জানিয়েছে, অলিম্পিক্স ও কমনওয়েলথ গেমসের পদকজয়ীরা প্রতিবাদ করেছেন। কোচ ও ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। এই বিষয়ে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর চেয়ে পাঠানো হয়েছে। উত্তর না দিলে, ক্রীড়াবিধি মেনে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: 'যৌননিগ্রহ হয়নি, তদন্তে প্রস্তুত', জানালেন কুস্তি জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্ট
বুধবার থেকে লখনউয়ে মহিলাদের জাতীয় শিবির হওয়ার কথা ছিল। সেই শিবিরে ৪১ জন প্রতিযোগী ও ১৩জন কোচের অংশ নেওয়ার কথা ছিল। সেটিও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ফের ধর্না চলছে। অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী কুস্তিগিj বজরং পুনিয়াও বাকি কুস্তিগিরদের এই ধর্নায় যোগ দেওয়ার আবেদন করেছেন।
এরই মধ্যে ধর্নার বিরুদ্ধে মুখ খুলেছেন কুস্তিগির দিব্যা কাকরান। তাঁর দাবি ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজভূষণ কিছু করেননি। ভিনেশ ফোগাটদের প্রতিবাদকেই একহাত নিয়েছেন। তাঁর দাবি, ২০১৩ সাল থেকে তিনি জাতীয় শিবিরে যান। তাঁর সঙ্গে বা অন্য মহিলা কুস্তিগিরদের সঙ্গে এমন কোনও খারাপ কাজ হয়নি।