কুস্তিগিরদের ধর্নার জের। এবার কুস্তি জাতীয় ফেডারেশনের সহ-সভাপতি বিনোদ তোমরকে সাসপেন্ড করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, এখনই পদ থেকে সরে দাঁড়াতে হবে তাঁকে। পাশাপাশি সব ধরনের ফেডারেশনের প্রতিযোগিতাও বাতিল করা হয়েছে।
কেন্দ্র জানিয়েছে, ফেডারেশনের কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য বরখাস্ত করা হয়েছে সহ সভাপতি বিনোদ তোমরকে। কেন্দ্রের আশ্বাসের পর শনিবারই ধর্না তুলে নিয়েছেন কুস্তিগিররা। ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকের পরই সিদ্ধান্ত নেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। তদন্ত চলাকালীন জাতীয় কুস্তি ফেডারেশনের সভাপতির পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ব্রিজভূষণ শরন সিংকেও।