দেশের মাটিতে হকি বিশ্বকাপ (Hockey World Cup 2022)। শুক্রবার উদ্বোধনী ম্যাচে নামছে টিম ইন্ডিয়া (Team India)। প্রতিপক্ষ স্পেন। এবার বিশ্বকাপে মোট ১৬টি দেশ অংশগ্রহণ করেছে। ডি গ্রুপে আছে টিম ইন্ডিয়া। এই গ্রুপেই থাকবে ওয়েলস, স্পেন ও ইংল্যান্ড। প্রথম ম্যাচ থেকেই জিততে মরিয়া হরমনপ্রীত সিংরা।
এবার বিশ্বকাপের আগে বেশ ভাল ফর্মে টিম ইন্ডিয়া। ব্রিমিংহ্যাম কমনওয়েলথ গেমসে রুপো জিতেছে ভারত। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়। ঘরের মাঠে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতেই নামবেন শ্রীজেশ রবীন্দ্রন, জরমনপ্রীত সিং, অমিত রুইদাসরা।
আরও পড়ুন: হকি বিশ্বকাপের প্রথম ম্যাচেই জয়, স্পেনকে ২-০ গোলে হারাল ভারত
প্রতিপক্ষের নজরে আকাশদীপ সিং। দেশের হয়ে ৮৫টি গোল করেছেন তিনি। কেরিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন তিনি।