ভালবাসার দেশ, কবিতার দেশে বসেছিল অলিম্পিকের আসর। এবার অলিম্পিকে এই শহরে টেনিসের মিক্সড ডাবলে নেমেছিলেন ক্যাটেরিনা সিনিয়াকোভা ও টমাস মাশাক। তাঁরা একসময় সম্পর্কে ছিলেন। সম্প্রতি তাঁদের ব্রেক-আপ হয়। কিন্তু অলিম্পিকের মঞ্চে সোনা জয়ের লক্ষ্যে সম্পর্ককে দূরে সরিয়ে রাখেন তাঁরা। পেশাদারিত্বের খাতিরে জুটি বাঁধেন এই তারকা। দুজনেই প্রাক্তন সঙ্গীর সঙ্গে ভাগ করে নেন সোনা জয়ের মুহূর্ত।
এখনকার দুনিয়ায় বন্ধুর সঙ্গে সম্পর্ক ভাঙলে তা জোড়া লাগে না। কিন্তু অলিম্পিকের লড়াইয়ে ভাঙা সম্পর্কের তিক্ততা ভুলে মিক্সড ডাবলসে জুটি বাঁধেন চেক রিপাবলিকের দুই টেনিস তারকা। দুজনের পারষ্পরিক বোঝাপড়া, বন্ধুত্বে অলিম্পিকের মতো মঞ্চে অ্যাডভান্টেজ হয়। ব্যক্তিগত জীবনের অতীত, তাঁদের বর্তমান পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারেনি। আর প্যারিসের মতো ভালবাসার শহরে তাঁদের এই জুটি যেন নতুন আলোর সন্ধান দিল। দেশকে মিক্সড ডাবলসে সোনা এনে দিলেন ক্যাটেরিনা ও টমাস। অলিম্পিকে সোনা জয়ের পর তাঁদের চুম্বনের দৃশ্য ভাইরালও হয় সোশ্যাল মিডিয়ায়।
এবার অলিম্পিকে ছেলেদের টেনিসের ফাইনালে উঠেছিলেন স্পেনের কার্লোস আলকারাজ। প্রতিপক্ষ ছিলেন নোভাক জোকোভিচ। অলিম্পিকের মঞ্চে সার্বিয়ার হয়ে প্রথম সোনা জয় করেন জোকার। ২৪টি গ্র্যান্ডস্লামের মালিক এই প্রথম গোল্ডেন স্ল্যাম জেতেন। মিক্সড ডাবলসেও এই জুটির হাত ধরে ইতিহাস গড়ল চেক রিপাবলিক।