সাত বছরের জেল হতে পারে প্রাক্তন টেনিস খেলোয়াড় বরিস বেকারের (Tennis Player Boris Becker) । ২০১৭ সালে নিজেকে দেউলিয়া ঘোষণা করেন তিনি । তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজের সব সম্পত্তির কথা জানাননি তিনি । যদি, তা সত্য প্রমাণিত হয়, তাহলে তাঁর সাত বছরের জেল হতে পারে ।
লন্ডনের (London) সাউথার্ক ক্রাউন আদালতে মামলার শুনানি শুরু হয়েছে । আগামী তিন সপ্তাহ ধরে শুনানি চলবে । আদালতের প্রাথমিক শুনানির পর বেশ কিছু তথ্য উঠে এসেছে । তথ্য বলছে, লন্ডনের চেলসির ফ্ল্যাট এবং জার্মানিতে থাকা আরও দু’টি বহুমূল্য সম্পত্তির কথা গোপন করেছিলেন বরিস ।
শুধু তাই-ই নয়, বেশ কয়েক লক্ষ পাউন্ড নিজের অ্যাকাউন্ট থেকে সরিয়ে দুই স্ত্রীর অ্যাকাউন্টে রেখেছেন বলে অভিযোগ । নিজেকে দেউলিয়া ঘোষণা করার সময়, একটি সংস্থার ৭৫ হাজার শেয়ারের কথা গোপন করেছেন তিনি । এছাড়া, বিভিন্ন ট্রফির কথাও জানাননি । এমনই অভিযোগ উঠেছে । উল্লেখ্য, মাত্র ১৭ বছর বয়সে প্রথম কনিষ্ঠতম হিসেবে উইম্বলডন জিতেছিলেন বরিস বেকার ।