রিও থেকে টোকিও। দুই অলিম্পিকে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেছেন। এবারের অলিম্পিক সর্বকালের সেরা হওয়ার লড়াই। প্যারিসে এখনও পর্যন্ত অলিম্পিকের কেরিয়ারে মোট ৬টি সোনার পদক জিতে ফেলেছেন সাইমন বাইলস। বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা এল। এরপরই একটি নেকলেস পরে ছবি তুলতে দেখা গেল সিমন বাইলসকে। যার আকৃতি ছাগলের মতো। জানা গিয়েছে, ওই পদকটির দাম ৫৪৬টি হীরে দিয়ে তৈরি। কেন এই নেকলেস পরলেন বাইলস!
সোনা জয়ের পর এই নিয়ে নিজেই মুখ খুললেন সিমন বাইলস। তিনি জানিয়েছেন, তিনি ঠিক করেই রেখেছিলেন, এই গোট নেকলেস পরবেন। এই নিয়ে যে চর্চা হবে, তাও আগেভাগে জানিয়ে দিলেন বাইলস। মার্কিন অ্যাথলিটের মতে, তাঁকে সবাই বিশ্বের সেরা অ্যাথলিট বলছে। কিন্তু তিনি নিজেকে এখনও টেক্সাসের বাইলসই মনে করেন। এখনও যে ফ্লিপ করতে ভালবাসে।
২০১৬ রিও অলিম্পিক। চারটি সোনা জয় বাইলসের। তখন বয়স মাত্র ১৯। টোকিও অলিম্পিকে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই সময়ও একটি রুপো ও দুটি ব্রোঞ্জ। এবার প্যারিসে ইতিমধ্যেই ২টি সোনা এসে গিয়েছে। এবার আরও কতগুলি পদক জিততে পারবেন, তা সময়ই বলবে। তবে বাইলস যে সর্বকালের সেরা, তা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছেন।