চিনের মাটিতে ইতিহাস। এশিয়ান গেমসের পদক তালিকায় এই প্রথম সেঞ্চুরি ভারতের। গেমসের পদকজয়ীদের অভিনন্দন প্রধানমন্ত্রীর। এবার গোড়া থেকেই টার্গেট ছিল ১০০ পদকের। স্লোগানও উঠেছিল আপ কি বার শ পার ! সত্যি সত্যিই সেই ম্যাজিক ফিগার এবার ছুঁয়ে ফেললেন ভারতীয়রা।
জার্কাতায় ভারতের পদকের সংখ্যা ছিল ৭০। এবার তাকে ছাপিয়ে যাওয়া শুধু নয়, তালিকা যে আরও দীর্ঘ হবে, সেই ইঙ্গিতও পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই পদক তালিকায় ভারতের পাশে লেখা আছে ২৫টি সোনা। এটাও একটা রেকর্ড। তালিকায় এখনও পর্যন্ত চার নম্বরেই রয়েছে ভারত।
আরও পড়ুুন : এশিয়ান গেমসে ভারতের ঝুলিতে ১০০ পদক, কবাডিতে সোনা জয় ভারতীয় মহিলা দলের
১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসে ভারতের পদক ছিল ৫১। তারপর ভারতের সেরা পারফরম্যান্স ছিল ১৯৮২ সালের এশিয়ান গেমসে। সেবার ভারতের ঝুলি ভরেছিল ৫৭ পদকে। ২০০৬ সালে দোহা গেমসে ৫৩টি পদক জয়। সেই শুরু। তার পর থেকে কখনও ৫০-এর নীচে নামেনি পদকসংখ্যা।