টোকিও অলিম্পিকে সোনার পদক জয়ী (Tokyo Olympics Gold Winners) নীরজ চোপড়াকে (Neeraj Chopra) দেওয়া হচ্ছে পরম বিশিষ্ট সেবা মেডেল। ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে (73th Republic Day) রাষ্ট্রপতি ভবনে তাঁর হাতে এই খেতাব তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Ramnath Kovind)। সোনা জয়ের স্বীকৃতি হিসেবে এই সামরিক পুরস্কার পাবেন দেশের প্রথম সোনাজয়ী ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেট নীরজ।
ইন্ডিয়ান আর্মির জুনিয়র কমিশনড অফিসার ও নায়েব সুবেদার নীরজ। ২০১৬ সালে নীরজকে নায়েব সুবেদার পদে নীরজকে নিয়োগ করেছিল ভারতীয় সেনার রাজপুতানা রেজিমেন্ট। অলিম্পিকে সোনা জয়ের পর সুবেদার ব়্যাঙ্কে প্রমোশন হয় নীরজের।
আরও পড়ুন: আফ্রিকায় ফুটবল ম্যাচ দেখতে এসে পদপিষ্ট হয়ে মৃত্যু ৬ জনের, আহত ৪০
এদিন নীরজের সঙ্গে আরও ৩৮৪ জন প্রতিরক্ষা কর্মীদের খেতাব তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।