এবার ডোপিংয়ের ফাঁদে দ্যুতি চাঁদ (Dyutee Chand)। আপাতত তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর নমুনা পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর উপস্থিতি পাওয়া গিয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
সংবাদ সংস্থা সূত্রে খবর, কোনও প্রতিযোগিতা চলাকালীন দ্যুতির নমূনা পরীক্ষা করা হয়নি। আউট অব কম্পিটিশন টেস্টিংয়ে তাঁর মূত্রের নমুনায় অ্য়ানাবলিক স্টেরয়েড পাওয়া গিয়েছে। বর্তমানে ২৬ বছর বয়স দ্যুতি চাঁদের। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি (NADA) জানিয়েছে, দ্যুতির নমূনা পরীক্ষায় বেশ কিছু নিষিদ্ধ ড্রাগসের উপস্থিতি পাওয়া গিয়েছে। দ্যুতিকে চিঠি পাঠিয়ে নোটিফিকেশনের বিষয়ও জানানো হয়েছে।
আরও পড়ুন: 'যৌননিগ্রহ হয়নি, তদন্তে প্রস্তুত', জানালেন কুস্তি জাতীয় ফেডারেশনের প্রেসিডেন্ট
দ্যুতিতে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের গাইডলাইন মেনেই নমুনার স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ভুবনেশ্বরে গত ৫ ডিসেম্বর দ্যুতির নমুনা পরীক্ষা করা হয়।