প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদ্মশ্রী প্রত্যাখ্যান করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েন কুস্তিগির বজরং পুনিয়া। পুলিশের সঙ্গে বচসার পর কর্তব্য পথেই নিজের পদক ফেলে এসেছিলেন। শনিবারও দিল্লিতে একই ছবি দেখা গেল। অর্জুন ও খেলরত্ন পুরস্কার রেখে আসলেন কুস্তিগির বিনেশ ফোগাট।
দিনচারেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে অর্জুন ও খেলরত্ন পুরস্কার ফেরানোর কথা জানান বিনেশ ফোগাট। কুস্তি ফেডারেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানান তিনিও। শনিবার প্রধানমন্ত্রীর দফতরে দেখা করতে যাওয়ার সময় কর্তব্য পথে তাঁকেও আটকে দেয় দিল্লি পুলিশ। বেশ কিছুক্ষণ দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডাও হয়। এরপর কর্তব্যপথেই কেন্দ্রের দুই পুরস্কার রেখে আসেন বিনেশ ফোগাট।
আরও পড়ুন: অনুশীলনে কাঁধে চোট, দ্বিতীয় টেস্টে অনিশ্চিত শার্দুল ঠাকুর
এশিয়াড ও কমনওয়েলথ গেমসে সোনা জয়ী কুস্তিগির বিনেশ। তাঁকে কেন্দ্র খেলরত্ন পুরস্কার ও অর্জুন পুরস্কারে ভূষিত করে। কুস্তিগিরদের আন্দোলনের অন্যতম মুখ বিনেশ। বজরং পুনিয়ার দেখানো পথে হেঁটেই, নিজের পদকই ফিরিয়ে দিয়ে এলেন বিনেশ।