এবার নতুন চ্যাম্পিয়ন পাবে উইম্বলডন (Wimbledon Final 2022)। শনিবার উইম্বলডনে মহিলাদের ফাইনালে মুখোমুখি টিউনেশিয়ার জাবেউর (Jabeur) ও কাজাখাস্তানের এলেনা রিবাকিনা (Elena Rybakina)।
আরব দেশের প্রথম কোনও মহিলা খেলোয়াড় হিসেবে উইম্বলডন সেমিফাইনালে উঠেছিলেন। এবার গ্র্যান্ডস্লাম ফাইনাল খেলবেন টিউনেশিয়ার জাবেউর। প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হালেপকে স্ট্রেট সেটে হারিয়ে ফাইনালে উঠেছেন রিবাকিনা। মাত্র ২৩ বছর বয়স রিবাকিনার। ২০১৫ সালের পর থেকে এই প্রথম এত কম বয়সে কোনও প্লেয়ার উইম্বলডন ফাইনালে উঠলেন। অন্য সেমিফাইনালে তাতিয়ানা মারিয়াকে ৬-২, ২-৬ ও ৬-১ গেমে হারিয়ে প্রথমবার ফাইনালে ওঠেন জাবেউর।
আরও পড়ুন: উইম্বলডন সেমিফাইনাল থেকে সরে দাঁড়ালেন রাফায়েল নাদাল
দীর্ঘদিন পর উইম্বলডন কোনও নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে। কোভিড অতিমারীর পর এবার ফের জমে উঠেছিল সেন্ট্রাল কোর্ট। আরবকন্যা জাবেউর ও আফ্রিকান রিবাকিনার লড়াই বেশ উুভোগ্য হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার সেন্ট্রাল কোর্টে এই দুই নতুন তারকার লড়াইয়ে নতুন ইতিহাসের সাক্ষী হবে ঘাসের কোর্ট।