ঢাকে কাঠি পড়েছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম উইম্বলডনের (Wimbledone 2022)। সোমবার থেকে শুরু হচ্ছে মূলপর্বের ম্যাচ। কোভিড আতঙ্ক কাটিয়ে প্রায় ২ বছর ফিরছে উইম্বলডনের মেগা লড়াই। সবুজ ঘাসের কোর্টে(Grass Court) নামবেন নোভাক জকোভিচ, রজার ফেডেরার, রাফায়েল নাদালরা। এবার নতুন মোড়কে উইম্বলডন। থাকছে একগুচ্ছ নতুন নিয়ম।
এবার উইম্বলডনের সেন্ট্রাল কোর্টে (Central Court) অভিবাদন জানাতে হবে না প্লেয়ারদের। প্রেসিডেন্সিয়াল কোর্টে এতদিন পর্যন্ত এটাই নিয়ম ছিল। এবার সেই ছক ভাঙতে চলেছে উইম্বলডন। এবার শীর্ষ বাছাই হয়ে নামবেন নোভাক জোকোভিচ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য এবার উইম্বলডনে খেলতে পারবেন না বিশ্বের এক নম্বর তারকা ড্যানিল মেডভেদেভ। শুধু রাশিয়া নয়, এবার টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না বেলারুশের প্লেয়াররাও। তাই শীর্ষেই থাকছেন থাকছেন নোভাক জোকোভিচ। চোট পাওয়ায় উইম্বলডন থেকে বাদ পড়েছেন বিশ্বের দুই নম্বর টেনিস তারকা আলেকজান্ডার জেরেভ।
আরও পড়ুন: তিরন্দাজি বিশ্বকাপে সোনা জয় ভারতের জ্যোতি সুরেখা ও অভিষেক বর্মার
এবার উইম্বলডনে উচ্ছৃঙ্খল ফ্যানদের জন্য পোস্টার পড়ল রাস্তায়। ক্লাবের উল্টো দিকেই উইম্বলডন গল্ফ পার্ক। স্থানীয়দের অভিযোগ, রাতের দিকে ম্যাচ শেষ হলে দল বেঁধে সেখানে ঢুকে যায় ফ্যানরা। চলে অসামাজিত কাজকর্ম। এবার উইম্বলডন পার্কে ঢোকার মুখে গাছের মুখে পোস্টার সাঁটিয়ে দিয়েছেন স্থানীয়রা।