ভারতে চলছে হকি বিশ্বকাপ (Hockey World Cup 2023)চলছিল জাপান (Japan) বনাম কোরিয়ার ম্যাচ। সেই ম্যাচেই নিয়ম ভাঙার অভিযোগ উঠল জাপানের বিরুদ্ধে। অভিযোগ জাপান ১১ জনের বদলে খেলিয়েছে ১২ জনকে, যা নিয়মবিরুদ্ধ যদিও এই ম্যাচ শেষমেশ জিততে পারেনি জাপান।
Fake UAE official: আরবের রাজপরিবারের 'ঘনিষ্ঠ' পরিচয়ে দিল্লির হোটেলে, ২৩ লক্ষ টাকা বাকি রেখে উধাও অভিযুক্ত
এদিনের ম্যাচের একদম শেষ মুহূর্তে জাপান পায় পেনাল্টি কর্নার। তখন নিজেদের গোলরক্ষককে মাঠের বাইরে পাঠিয়ে একজন বাড়তি খেলোয়াড় মাঠে নামায় তারা। সেই মুহূর্তে মাঠে ১১ জনের বদলে ছিল ১২ জন, যদিও বিষয়টি রেফারির চোখ এড়িয়ে যায়। তদন্ত শুরু করেছে ফেডারেশন। জাপানের তরফে জানানো হয়েছে, ভুল করেই মাঠে একজন বাড়তি প্লেয়ার ঢুকে পড়েছিল। এদিকে, জাপান এখনও পর্যন্ত বিশ্বকাপে একটিও ম্যাচ জিততে পারেনি তার উপর শুরুতেই তাঁদের বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ।