শনিবার দুপুরে দিল্লি ও চেন্নাই ম্যাচের আগে হঠাৎ বিতর্কে কুস্তিগিররা। অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ দেখতে হাজির ছিলেন ধর্নারত কুস্তিগিরদের কয়েকজন। বৈধ টিকিট থাকা সত্ত্বেও তাঁদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
পুলিশের দাবি, সাধারণ দর্শকাসনে বসে এভাবে খেলা দেখলে নিরাপত্তা নিয়ে সমস্যা হতে পারত। পুলিশ জানিয়েছে,, বৈধ টিকিট থাকা সবাইকে ঢুকতে দেওয়া হয়েছে। যা মানতে চাননি কুস্তিগিররা।
শনিবার ম্য়াচের আগে স্টেডিয়ামের বাইরে বাহাদুর শাহ জাফর মার্গে ছিলেন বিনেশ ফোগাত, বজরং পুনিয়া ও সাক্ষী মালিক। তাঁরা সাদা একটি টি-শার্ট পরেন। তাতে লেখা ছিল, "আমরা কুস্তিগিরদের পাশে রয়েছি।" বিনেশের দাবি, টিকিট পরীক্ষা করে জানানো হয়, মাঠে তাঁদের ঢুকতে দেওয়া হবে না। নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। ভিআইপি আসনে তাঁদের খেলা দেখতে বলে পুলিশ। কিন্তু অনড় থাকেন কুস্তিগিররাও।