দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জেরাল্ড কোয়েটজে। এমনই জানিয়েছে ক্রিক ইনফো।
সেঞ্চুরিয়নে প্রথম টেস্টে অস্বস্তিতে ছিলেন কোয়েটজে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫ ওভার বল করতে পেরেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার একটি প্রেস বিবৃতিতে জানা গিয়েছেষ ২৯ ডিসেম্বর একটি স্ক্যান হয় কোয়েটজের। তাতে চোটের উল্লেখ আছে। এখনও তাঁর পরিবর্ত ক্রিকেটার ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
প্রথম টেস্টের পর ছিটকে গিয়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। নতুন অধিনায়ক ডিন এলগার। এবার কোয়েটজের মতো বোলারও দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। এদিকে ভারতীয় দলে ফেরানো হয়েছে আবেশ খানকে। দলে ফিরতে পারেন রবীন্দ্র জাদেজাও।