শুধু মাঠের ভিতরেই নয়, মাঠের বাইরের সংঘর্ষেও রক্ষক্ষয়ী হয়ে উঠল পাকিস্তান (Pakistan) ও আফগানিস্তান (Afganistan) ম্যাচ।
প্রথম থেকেই ম্যাচ টানটান ছিল। খেলা গড়িয়েছে শেষ ওভার পর্যন্ত। সেখানে ছিল টুইস্টের পর টুইস্ট। পর পর দুই ছক্কা হাঁকিয়ে ম্যাচ বার করে নেন পাকিস্তানি (Pakistani pacer) পেসার নাসিম শাহ। তারপরই যেন ক্ষোভের আগুনে ঘি পড়ে। যেখানে পাকিস্তানি সমর্থকরা (Pakistan supporters) উল্লাসে মাততে গিয়ে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়ে। সেখানে স্টেডিয়ামে ভাঙচুর চালায় আফগান (Afganistan supporters) সমর্থকরা।
আরও পড়ুন: আফগানিস্থানের বিরুদ্ধে বাবরদের জয় এশিয়া কাপ থেকে ছিটকে দিল ভারতকে
ম্যাচের (Asia Cup 2022) মাঝামাঝি সময়ে স্টেডিয়ামের প্রধান ফটকের দিকে যেতে দেখা যায় কাবলি পরা এক আফগান সমর্থকেকে। অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়িয়ে টিসু দিয়ে নাক-মুখের রক্ত মুছছেন বারবার। কর্তব্যরত নিরাপত্তারক্ষী জানান, গ্যালারিতে মারামারি করে তার এই অবস্থা।
শারজা স্টেডিয়ামেই (Sharjah stadium) আফগান সমর্থকরা চেয়ার ভাঙতে শুরু করে। চেয়ারগুলো উপড়ে ফেলে পাকিস্তানি ভক্তদের দিকে তেড়ে যায় তারা। পুরো বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, দাঙ্গাবাজ ভক্তদের হাতে রয়েছে আফগান (Afganistan flag) পতাকা। পোশাকে, গায়েও দেশের পতাকা এঁকেছেন। অন্য যে চেয়ারগুলো তারা ছুড়ে মারছেন, তার কাছেই পাকিস্তানি পতাকা দেখা যাচ্ছে ভিড়ের মধ্যে। ভিডিওতে আফগান ভক্তদেরও পাকিস্তানিদের চেয়ার দিয়ে আঘাত করতে দেখা গেছে।
শোয়েব আখতার সহ বহু প্রাক্তন ক্রিকেটার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।