আইপিএল শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়েই এই টুর্নামেন্টের ফ্যানদের সংখ্যা অগণিত। বিসিসিআই-এর নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানি ক্রিকেটাররা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন না। কিন্তু, এই টুর্নামেন্টকে কেন্দ্র করে পাকিস্তানিদের উৎসাহও দেখার মতো। তার প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও।
বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদিকে আইপিএলে খেলতে দেখতে চান বলে নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন এক পাকিস্তানি। আইপিএলে আরসিবি-র হয়ে বাবর আর বিরাটকে এক দলে খেলতে দেখারও ইচ্ছাপ্রকাশ করেন তিনি। শাহিন আফ্রিদি আর জশপ্রীত বুমরাকে খেলতে দেখতে চান তিনি মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। কমেন্ট সেকশনে বহু মানুষ তাঁর পোস্টের সঙ্গে সহমত প্রকাশ করেন।
সেই পোস্টটিই শেয়ার করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। মজা করে লেখেন, 'কোনও ভারতীয় এই স্বপ্ন দেখছে না! আপনারাও এবার স্বপ্ন দেখা বন্ধ করুন'!