ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের পর্যুদস্ত হওয়ার ঘটনায় ভেঙে পড়েছে গোটা দেশ। ব্রিটিশদের কাছে ১০ উইকেটে হার যেন কেউই মানতে পারছে না। সোশ্যাল মিডিয়াতেও সেই প্রতিক্রিয়া আছড়ে পড়ছে একের পর এক। টিপ্পনী কাটতে ছাড়ছেন না 'চিরপ্রতিদ্বন্দ্বী' পাকিস্তানের নেটিজেনরাও! তাঁদের মধ্যে রয়েছেন স্বয়ং পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও! ইংল্যান্ডের কাছে ভারতের হারের পর তিনি রীতিমত খোঁচা দিয়ে একটি টুইট করেন! সেখানে তিনি ইংল্যান্ডের কাছের ভারতের ১০ উইকেটে হারের ঘটনার সঙ্গেই গত বছর টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের হারের প্রসঙ্গও টেনে আনেন! টুইট করে লেখেন, ‘‘তা হলে এই রবিবার ১৫২/০ বনাম ১৭০/০।’’
উল্লেখ্য, বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ভারতের ১০ উইকেটে হারের পর টি-২০ বিশ্বকাপে প্রথম দল হিসেবে একটির বেশি ম্যাচে ১০ উইকেটে ধরাশায়ী হওয়ার লজ্জার কীর্তিও গড়ল টিম ইন্ডিয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরে নিজের আবেগ ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা। ভারত অধিনায়ককে সান্ত্বনা দিতে দেখা গেল কোচ রাহুল দ্রাবিড়কে। বেশ খানিকক্ষণ মাথা নিচু করে ডাগআউটে বসে থাকতে দেখা গেল তাঁকে।
সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে লজ্জার হারের পর চোখের জল ধরে রাখতে পারলেন না রোহিত শর্মা।তাঁকে শান্ত করতে রীতিমতো বেগ পেতে হল ঋষভ পন্থকে।