ফ্ল্যাশব্যাকে ১৯৯২ । ৩০ বছর আগে এমনই এক বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড । ঘরের মাঠে সেই ম্যাচ হেরেছিল মার্টিন ক্রোর নিউজিল্যান্ড । নায়ক হয়েছিলেন ইনজামাম-উল-হক । ৩০ বছর পর প্রেক্ষাপট সিডনি । আরও একটা বিশ্বকাপ । ফের মুখোমুখি পাকিস্তান-নিউজিল্যান্ড ।
এই বিশ্বকাপের অন্যতম ফেভারিট কিউয়িরা । গ্রুপের প্রতিটি ম্যাচে তাঁরা দাপট দেখিয়েছেন । তবুও, কেন উইলিয়মসনের কাছে সিডনি যেন এক অভিশপ্ত সরণি । এই মাঠেই বাটলার ঝড়ে উড়ে গিয়েছিল নিউজিল্যান্ড । সেই মাঠেই এবার প্রতিপক্ষ পাকিস্তান । উল্টোদিকে,১৯৯২ সালের ইতিহাস হাতরাচ্ছে পাকিস্তান । এই অস্ট্রেলিয়ার মাটি থেকেই পাকিস্তানকে চ্যাম্পিয়ন করেছিলেন ইমরান খান । পারবেন কি বাবর আজম ইমরানকে ছাপিয়ে যেতে ?
ভারত ও জিম্বাবোয়ের কাছে হার, তারপর ধীরে ধীরে জয়ে ফেরা । পাকিস্তানের কাছে এই বিশ্বকাপের রাস্তা ছিল আক্ষরিক অর্থে দুর্গম । বাংলাদেশ বধ করে স্বস্তি পেয়েছেন পাক অধিনায়ক বাবর । হাতে তুরুপের তাস শাহিন শাহ আফ্রিদি । ঠিক যেমন ইমরানের ছিলেন ওয়াসিম আক্রাম । ৩০ বছরের ব্যবধানে মিল অনেক । কিন্তু, সময় বদলের এই খেলায় বাবর কি পারবেন উইলিয়মসনদের টেক্কা দিতে ?