কথায় বলে, কারোর পৌষ মাস, কারোর সর্বনাশ! এশিয়া কাপে (Asia Cup) তেমনটাই হল। আফগানিস্থানের বিরুদ্ধে পাকিস্তানের দুর্দান্ত জয়ের ফলে এশিয়া কাপ থেকে ছিটকে গেল ভারত। আফগানদের ছয় উইকেটে ১২৯ রানের জবাবে বাবর আজমরা (Babar Azam) ১৯.২ ওভারে ৯ উইকেটে ১৩১ রান তুললেন।
আফগানদের জয়ের পরিস্থিতি তৈরি হলেও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় পাকিস্তান। ১৮ তম ওভারে মাত্র ৪ রান দিয়ে জোড়া উইকেট নেন আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকি। ১৯ তম ওভারে আর এক বাঁ হাতি পেসার ফারিদ আহমেদ ফেরান আসিফ আলিকে। তখনও ৭ বলে ১২ রান প্রয়োজন পাকিস্তানের। হাতে মাত্র ১ উইকেট। শেষ ওভারে লক্ষ্য দাঁড়ায় ১১ রান। প্রথম বলেই ছয় মারেন নাসিম শাহ। পরের বলটিও ফুলটস। জোড়া ছক্কায় পাকিস্তানকে ১ উইকেটে ম্যাচ জেতান নাসিম শাহ।
Moloy Ghatak on ED Notice : ইডির থেকে তিনি কোনও নোটিস পাননি, সিবিআই জেরার পর দাবি মলয় ঘটকের
ভারতের (Team India) কাছে জটিল অঙ্ক ছিল। প্রথমত, আফগানিস্তানের জয়। এরপর ভারতকে বড় ব্যবধানে জিততে হবে আফগানিস্তানের বিরুদ্ধে। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছেও হারতে হবে পাকিস্তানকে। আর কোনও অঙ্কই রইল না। পাকিস্তানের (Pakistan) জয়ে এশিয়া কাপে সরকারিভাবে বিদায় ভারতের।