প্যারালিম্পিকে ভারতের বিজয়রথ ছুটছে । ফের সোনা এল ভারতের ঘরে । বুধবার তিরন্দাজিতে প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন হরবিন্দর সিং । পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে সোনা জিতেছেন । এর আগে টোকিয়ো প্যারালিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল ভারত । এই প্রথম তিরন্দাজিতে সোনা এল ভারতের ঘরে । এই নিয়ে প্যারালিম্পিকে ২২টি পদক পেল ভারত
পুরুষদের ব্যক্তিগত রিকার্ভ ডব্লিউ২ বিভাগে হরবিন্দরের বিপক্ষে ছিলেন পোল্যান্ডের লুকাজ সিজেক । প্রথম থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছিলেন হরবিন্দর । লুকাসকে ময়দানে টিকতেই দেননি । ২৮-২৪, ২৮-৩৭, ২৯-২৫-এ তাঁকে হারিয়ে দেন । টানা তিন সেট জিতে প্রথম ভারতীয় হিসেবে তিরন্দাজিতে স্বর্ণপদক নিশ্চিত করেন হরবিন্দর ।
সোশ্যাল মিডিয়ায় হরবিন্দরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন,"প্যারালিম্পিকে পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে সোনা জেতার জন্য হরবিন্দর সিংকে অনেক অভিনন্দন। সোনা জিতে দেশকে গর্বিত করেছেন তিনি।"
হরিয়ানার কাইথালের অজিত নগর গ্রামের বাসিন্দা হরবিন্দর সিং । বয়স তখন দেড় বছর । অত ছোট বয়সে তাঁর জীবনে ঝড় বয়ে গিয়েছিল । ডেঙ্গু হয়েছিল হরবিন্দরের । চিকিৎসার জন্য ইনজেকশনের প্রয়োজন পড়ে । কিন্তু, দুর্ভাগ্যবশত, ইনজেকশনগুলির পার্শ্বপ্রতিক্রিয়ার ফলে তাঁর পায়ের কার্যকারিতা নষ্ট হয়ে যায় । তারপরেও থেমে থাকেননি । প্রতিবন্ধকতা তাঁর স্বপ্নের পথে কোনওদিন বাধা হয়ে দাঁড়াতে পারেনি । উচ্চশিক্ষা করেছেন । অর্থনীতিতে পিএইচডি । পড়াশোনার পাশাপাশি তিরন্দাজি-র প্রতি তাঁর একটা প্যাশন ছিল ।
২০১২ সালে লন্ডন প্যারালিম্পিক দেখার সময় হরবিন্দর তিরন্দাজি নিয়ে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন । তাঁর প্রতিভাকে স্বীকৃতি দিয়ে, হরবিন্দরের কোচ তাঁকে যথাযথ গাইড করেন । এরপর ২০১৭ সালে প্যারা আর্চারি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে আত্মপ্রকাশ করেন তিনি । সেখানে সপ্তম স্থান অধিকার করেছিলেন ।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান প্যারা গেমসে স্বর্ণপদক পেয়েছেন ।
২০২০ সালে টোকিও প্যারালিম্পিকে ব্রোঞ্জ জেতেন
২০২৩ সালে এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জ জেতেন
২০২৩-এ এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন