আর কয়েক মাসের মধ্যেই প্যারিসে শুরু হবে ২০২৪-এর অলিম্পিক গেমস। অলিম্পিকের সঙ্গেই একপ্রকার লেজুড় হিসেবেই চলে আসে পদকের প্রসঙ্গ। বৃহস্পতিবার অলিম্পিক ও প্যারা-অলিম্পিকের পদক উন্মোচন করা হল।
তবে, এবারের অলিম্পিকের পদকগুলির একটি বিশেষত্ব হল- তা সোনা, রুপো, ব্রোঞ্জ যা দিয়েই তৈরি হোক না কেন, পদকের মধ্যে একটি বিশেষ ধাতু থাকবে, যা এক সময় ঐতিহাসিক আইফেল টাওয়ারের অংশ ছিল।
২৬ জুলাই থেকে ১১ অগস্ট পর্যন্ত চলবে চলতি বছরের অলিম্পিক গেমস। ২৮ অগস্ট থেকে ৮ সেপ্টেম্র পর্যন্ত চলবে প্যারা-অলিম্পিক গেমস। আইফেল টাওয়ার থেকে নেওয়া পালিশ করা লোহার একটি ষড়ভূজাকৃতি অংশ সব পদকের মধ্যেই বসানো হবে। সেই পদকই ঝুলবে জয়ীদের গলায়।
প্যারিস অলিম্পিকের সাংগঠনিক কমিটির সভাপতি টনি এস্তানগুয়েত জানিয়েছেন, ২০২৪ এর অলিম্পিকে স্বতন্ত্র কিছু করার লক্ষ্যেই তাঁদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে