কোটি কোটি ভারতবাসীর স্বপ্নভঙ্গ। অলিম্পিকে পদক জয়ের হ্যাট্রিক হল না পি ভি সিন্ধুর। প্রি কোয়ার্টারে স্ট্রেট গেমে হেরে গেলেন তিনি৷ চিনের হে বিংজিয়ায়োর বিরুদ্ধে সিন্ধু হারলেন ২১-১৯, ২১-১৪ গেমে।
মলদ্বীপ এবং এস্তোনিয়ার দুই শাটলারকে গ্রুপ পর্বে স্ট্রেট গেমে হারিয়েছিলেন সিন্ধু। কিন্তু চেনা ফর্মে ছিলেন না তিনি৷ বিংজিয়ায়োর বিরুদ্ধে প্রথম গেমে লড়াই করেও জিততে পারেননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে তাঁকে কার্যত উড়িয়ে দিয়েছেন চীনা শাটলার।
রিয়ো এবং টোকিয়ো অলিম্পিকে পদক জিতেছিলেন সিন্ধু্ এবার তাঁর সামনে সুযোগ ছিল পদকজয়ের হ্যাট্রিক করার৷ কিন্তু তা হল না। ৪ বছর পর সিন্ধুর বয়স হবে ৩৩। তখন কি তিনি খেলবেন দেশের জার্সিতে? সময়ই এর উত্তর দেবে।
ব্যাডমিন্টনে ভারতের পদকজয়ের জন্য ভরসা এখন লক্ষ্য সেন। তিনি ভারতেরই এইচ এস প্রণয়কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন।