ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু আগেই (IPL) বাধা এল কলকাতা নাইট রাইডার্স (KKR) দলে। জানা গিয়েছে, প্রতিযোগিতার প্রথম পাঁচটি ম্যাচে কেকেআর-এর হয়ে খেলতে পারবেন না দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় প্যাট কামিন্স (Pat Cummins) এবং অ্যারন ফিঞ্চ (Aaron Finch)।
অস্ট্রেলিয়ার সঙ্গে পাকিস্তানের একদিনের সিরিজের জন্য তাঁদের পাবে না কেকেআর (KKR)।
আরও পড়ুন: 'মুখ্যমন্ত্রীর মুখ ফিনাইল দিয়ে পরিষ্কার করা উচিত!' ল্যাংচা বিতর্কে বললেন শুভেন্দু
বুধবার কেকেআরের মুখ্য উপদেষ্টা ডেভিড হাসি (David Hussey) সাংবাদিক বৈঠকে বলেছেন, “নিজেদের সেরা ক্রিকেটারদের দলে রাখতে চায় সবাই। কিন্তু, আন্তর্জাতিক ম্যাচের গুরুত্বও রয়েছে। তাই, প্যাট কামিন্স (Pat Cummins) এবং অ্যারন ফিঞ্চকে (Aaron Finch) প্রথম পাঁচটি ম্যাচে আমরা পাব না। তবে, আশা করি, ওরা ফিট থাকবে এবং সুস্থ অবস্থায় আমাদের হয়ে বাকি ম্যাচ খেলতে পারবে।”