পার্থের পর এবার মেলবোর্ন! ঐতিহাসিক বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনেই পাকিস্তানকে ৭৯ রানে হারিয়ে দিল প্যাট কামিন্সের নেতৃত্বাধীন অষ্ট্রেলিয়া। দুটি ইনিংস মিলিয়ে একাই পাকিস্তানের দশটি উইকেট তুলে নিলেন স্বয়ং অজি অধিনায়ক। পাকিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেল মাত্র ২৩৭ রানে। পাক অধিনায়ক শান মাসুদ ও সলমন আলি আঘা ছাড়া আর কোনও পাক ব্যাটারই অর্ধশতরানের গণ্ডী টপকাতে পারেননি। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মহম্মদ রিজওয়ানকে ঘিরে যখন সবে স্বপ্ন দেখা শুরু করেছেন পাক সমর্থকেরা। সেই সময়েই তাঁর উইকেট তুলে নেন প্যাট কামিন্স।
ম্যাচের সেরা হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অজি অধিনায়ক প্যাট কামিন্স জানান যে এই পারফরম্যান্সে তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং বোলাররা পিচ থেকে সবরকমের সাহায্য পেয়েছে।
মহম্মদ রিজওয়ানের উইকেটই যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, সে কথাও স্বীকার করে নেন কামিন্স।