আইপিএলের (IPL 2022) শেষ পর্বে এসে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। চোটের জন্য দল থেকে ছিটকে গেলেন নাইটদের অন্যতম ভরসাযোগ্য খেলোয়াড় প্যাট কামিন্স (Pat Cummins)। এই মরসুমে নাইটদের (KKR) হয়ে আর কোনও ম্যাচেই খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক। কেকেআর (KKR) সূত্রে খবর, কামিন্স তাঁর কোমরের পিছনের অংশের চোটে কাবু। বল এবং ব্যাট করতেও সমস্যা হচ্ছে তাঁর। তাই ভবিষ্যতের কথা মাথায় রেখে চিকিৎসার জন্য তিনি দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিডনিতে তিনি চিকিৎসা করাবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: 'লো স্কোরিং' এল ক্ল্যাসিকো আইপিএলে, চেন্নাইকে ৫ উইকেটে হারাল মুম্বই
মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচেও বল হাতে আগুন ঝরিয়েছিলেন কামিন্স (Pat Cummins)৷ শুধু বোলিং নয়, তাঁর ব্যাটের হাতও এবারের আইপিএল-এ (IPL 2022) কেকেআর শিবিরকে ভরসা দিয়েছিল৷ মুম্বইকে (Mumbai Indians) হারিয়ে প্লে-অফের লড়াইতে টিকেছিল কেকেআর৷ কিন্তু কামিন্সকে বাদ দিয়ে এখন উমেশ যাদব, টিম সাউদিদের উপরই ভরসা করতে হবে নাইট শিবিরকে৷
মুম্বই ম্যাচে এক ওভারে তিন উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। যদিও তার আগে পর পর চারটি ম্যাচে তাঁকে প্রথম একাদশের বাইরে রেখেছিল কেকেআর।
আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকা কলকাতা নাইট রাইডার্সকে শনিবার সানরাইজার্স হায়দরাবাদের (KKR vs SRH) বিরুদ্ধে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে হবে কামিন্সকে ছাড়াই।