বিশ্বকাপের ফাইনালে ভারত ছিল হট ফেভারিট। হবে না-ই বা কেন! গ্রুপ লিগে অজিদের উড়িয়ে দিয়েছিল টিম ইন্ডিয়া। গোটা টুর্নামেন্ট জুড়েই দাপট দেখিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কিন্তু ফাইনালে সব হিসাব উল্টে দিয়ে চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। প্রায় একতরফা লড়াই হল ফাইনালে। ব্যাটে, বলে, ফিল্ডিংয়ে সব বিভাগেই ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া।
ম্যাচ জিতে দারুণ খুশি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। বিশ্বকাপের মহার্ঘ্য ট্রফি হাতে নিয়ে তিনি পৌঁছে গেলেন আহমেদাবাদের সবরমতী নদীতে৷ একটি রিভার ক্রজের রেলিংয়ের সামনে দাঁড়িয়ে ছবি তুললেন। বিভিন্ন ভঙ্গিমায় বেশ কিছুক্ষণ ধরে চলল ফটোসেশন। চিত্রসাংবাদিকরাও ছেঁকে ধরলেন অজি অধিনায়ককে। পিছনে সবরমতী নদী, সামনে বিশ্বকাপ হাতে কামিন্স- এমন যুগলবন্দি তো আর রোজ মিলবে না!
SRKs viral video with snake: একের পর এক চ্যালেঞ্জ! এবার কি সাপুড়ের ভূমিকায় শাহরুখ? ভাইরাল হলো ভিডিয়ো
কামিন্সের নেতৃত্বে ষষ্ঠবার বিশ্বকাপ জিতব অস্ট্রেলিয়া। তাদের প্রথম বিশ্বকাপ জয় ১৯৮৭ সালে। এরপর ১৯৯৯, ২০০৩, ২০০৭- পর পর তিনবার বিশ্বসেরা হয় ব্যাগি গ্রিন। তারপর ফের বিশ্বকাপ অস্ট্রেলিয়ার দখলে যায় ২০১৫ সালে।