দিল্লি টেস্টে (Delhi Test) হারের পর অস্ট্রেলিয়ায় ফিরছেন অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) । অস্ট্রেলিয়ার (Ind vs Australia ) সংবাদমাধ্যমের তরফে এমনই জানানো হয়েছে । এখনও বাকি দু'টো টেস্ট । এই অবস্থায় কামিন্সের দলকে মাঝপথে ছেড়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে । সবথেকে বড় প্রশ্ন হল, ভারতের বিরুদ্ধে দু'টো টেস্টে এখন কে নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়াকে ?
অস্ট্রেলিয়া সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকাপাকিভাবে কামিন্স অস্ট্রেলিয়ায় ফিরছেন না । আবারও ভারতে ফিরবেন । পারিবারিক কারণে দেশে ফিরছেন কামিন্স। তবে, তৃতীয় টেস্টের আগে ফের মাঠে দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে তাঁকে ।
আরও পড়ুন, KL Rahul : আর সহ-অধিনায়ক নন রাহুল, তাহলে রোহিতের ডেপুটি কে ?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের খেলা কার্যত নিশ্চিত। দিল্লিতে অস্ট্রেলিয়াকে ছয় উইকেটে হারিয়ে সেই রাস্তা আরও একটু মসৃণ করল রোহিত শর্মার দল । এবার লক্ষ্য ইন্দোর । হোলকারের স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই জুন মাসে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাকা করবে টিম ইন্ডিয়া ।