শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন নজির সৃষ্টি করলেন পাথুম নিসঙ্ক। এই প্রথম শ্রীলঙ্কার কোনও ক্রিকেটার হিসেবে ওয়ানডে'তে ডবল সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধে ১৩৬ বলে এই রেকর্ড করলেন পাথুম। উল্লেখ্য, একদিনের ক্রিকেটে তৃতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে এই নজির গড়লেন তিনি। ভেঙে গেল বীরেন্দ্র সেহবাগ এবং ক্রিস গেইলের রেকর্ড।
এর আগে একদিনের ক্রিকেটে কোনও শ্রীলঙ্কার ক্রিকেটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ১৮৯। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে এই রানটি করেছিলেন প্রাক্তন শ্রীলঙ্কান ক্রিকেটার সনৎ জয়সূর্য।
পাথুম নিসঙ্কের এই রেকর্ড গড়ার দিনে মাঠে উপস্থিত ছিলেন স্বয়ং জয়সূর্যও।
এক দিনের ক্রিকেটে দ্রুততম ডবল সেঞ্চুরির রেকর্ড রয়েছে ঈশান কিশনের। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১২৬ বলে দুশো রান করেন তিনি। এর পরে রয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল।