শনিবারের প্রথম ম্যাচে (IPL 2022) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস (Punjab Kings vs Rajasthan Royals) ও রাজস্থান রয়্যালস। ১০টি ম্যাচ খেলে ৫'টিতে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। হেরেছেও ৫'টি ম্যাচেই। চলতি আইপিএলে পাঞ্জাবের (Punjab Kings) শুরুটা হয়েছিল দেখার মতো। বিপক্ষের বোলারদের ওপর ম্যাচের প্রথম বল থেকেই আক্রমণ শানাতে শুরু করতেন পাঞ্জাবের ব্যাটাররা। যদিও, টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই পাঞ্জাবের এই স্ট্র্যাটেজিতেও কোপ পড়েছে।
তবে, ঋষি ধাওয়ানের অন্তর্ভুক্তির পর তার ইতিবাচক ছাপ পড়েছে বোলিং ও ব্যাটিং দুই বিভাগেই। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তাঁর পারফরম্যান্সের ধার বজায় রাখতে পারলেও এখনও ফর্মে ফেরেননি অধিনায়ক ময়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), জনি বেয়ারস্টো এবং লিয়াম লিভিংস্টোন। পাঞ্জাবের বোলিং আক্রমণকে নেতৃত্ব দিচ্ছেন কাগিসো রাবাদা। ভাল ফর্মে রয়েছেন সন্দীপ শর্মা এবং অর্শদীপ সিং-ও। তবে, রাহুল চাহার এখনও যথাযথ ফর্মে নেই। যা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্টের কাছে।
আরও পড়ুন: পুরনো দলকে সামনে পেয়ে জ্বলে উঠলেন ওয়ার্নার, হায়দরাবাদকে ২১ রানে হারাল দিল্লি
অন্যদিকে, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) ১০ ম্যাচের মধ্যে ৬'টিতে জয়লাভ করে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। জস বাটলার একাই টেনে নিয়ে যাচ্ছেন রাজস্থানকে। যদিও, বাটলার ছাড়া দলের অন্য ব্যাটাররা তেমন ফর্মে নেই। রোজ রোজ বাটলারই দলকে টেনে নিয়ে যাবেন, সেটা হয় না। সঞ্জু স্যামসন অ্যান্ড কোম্পানিকে সেটাও মাথায় রাখতে হবে।
তবে, যুজবেন্দ্র চাহাল (Yuzbendra Chahal) ও রবিচন্দ্রন অশ্বিনের দায়িত্বে দারুণ পারফর্ম করছে রাজস্থানের বোলিং বিভাগ। পাঞ্জাবের বিরুদ্ধেও তারা দলের আশা।