বহু বছর বাদে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টুর্নামেন্ট আয়োজনে সামান্যতম খুঁতও যাতে না থাকে, তা নিশ্চিত করতে মরিয়া পিসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য ইতিমধ্যেই তাঁদের পক্ষ থেকে তিনটি ভেন্যু'র নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবে নাম দেওয়া এই তিনটি শহর হল লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডি।
চ্যাম্পিয়ন্স ট্রফির শেষবার ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতকে হারিয়ে শিরোপা জয় করেছিল পাকিস্তান।
পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘আমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানে ম্যাচের সময় সূচি পাঠিয়েছি। আইসিসির নিরাপত্তা দল এসেছিল, এবং আমাদের খুব ভাল মিটিং হয়েছে। ওঁরা এখানে সব ব্যবস্থা খতিয়ে দেখেছেন। আমরা ওঁদের সঙ্গে স্টেডিয়াম আপগ্রেড পরিকল্পনা শেয়ার করব এবং আমরা নিশ্চিত করার চেষ্টা করছি, যাতে এই টুর্নামেন্ট আয়োজনে কোনও খামতি না থাকে।’