চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। কাজ করছে না কেমোথেরাপি। আরও সঙ্কটজনক ফুটবল সম্রাট (Brazil Football Legend) পেলে (Pele)। ব্রাজিলের সংবাদপত্র 'ফোলহা ডে সাও পাওলো'র প্রতিবেদন অনুযায়ী, পেলেকে 'প্যালিয়াটিভ কেয়ার'-এ (Palliative Care) রাখা হয়েছে।
বিশ্বকাপ চলাকালীন সাও পাওলোর (Sao Paulo) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। তাঁর মেয়ে কেলি নজ্জিমেতো জানিয়েছেন, ক্যানসারে ভুগছেন পেলে। সেই সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। হাত-পা ফুলে গেলেও এমারজেন্সি কিছু নয় বলেই জানিয়েছিলেন। এমনকি হাসপাতালের বেডে শুয়ে ব্রাজিলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন তিনি। এর মধ্যেই তাঁর স্বাস্থ্যের অবনতির কথা জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম।
আরও পড়ুন- কেরিয়ারের হাজারতম ম্যাচ খেলবেন মেসি, তাকিয়ে সারা বিশ্ব
বৃহস্পতিবার জানা যায়, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। ব্রাজিল টিমকে শুভেচ্ছাও জানান পেলে। জানান, ভয়ের কোনও কারণ নেই। শুক্রবার ক্যামেরুন ম্যাচে দেখা যায়, ব্রাজিল সমর্থকদের পোস্টার, 'গেট ওয়েল সুন পেলে'। শনিবারই নতুন করে তাঁর স্বাস্থ্যের অবনতির খবর প্রকাশ্যে এল।