ভালো আছেন ফুটবল সম্রাট (Brazil Football Legend) পেলে (Pele)। সোমবার রাতের ম্যাচে ব্রাজিলকে (Brazil) ছন্দে ফিরতে দেখে বরং আরও কিছুটা উজ্জীবিত অনুভব করছেন কিংবদন্তী। অন্তত এমনটাই জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।
পেলে ম্যাচের আগেই সমর্থকদের নিজের স্বাস্থ্য নিয়ে আশ্বস্ত করেছিলেন। বলেছিলেন, তিনি সাও পাওলোর (Sao Paulo) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকেই ফুটবল দেখবেন। এমনকি হাসপাতালে তিনি যথেষ্ট যত্নে আছেন বলেও জানিয়েছিলেন।
এরপরেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামে ব্রাজিল। প্রথমার্ধেই একের পর এক গোল করে নিজের জাত চিনিয়ে দেয় ব্রাজিল। যে খেলা দেখে কার্যত উল্লাসে মেতেছেন ফুটবলপ্রেমীরা। আর সেই খেলা দেখে খোদ ফুটবল সম্রাট মুগ্ধ হবেন না তাও কি সম্ভব? বরং তাঁর তো আরও জীবনের ঘ্রাণ নেওয়ার ইচ্ছে বেড়ে যাওয়ার কথা।
আরও পড়ুন- ব্রাজিলের জয়ে সামিল পেলেও! কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে সুস্থতা কামনা নেইমারদের
বিশ্বকাপ চলাকালীন সাও পাওলোর (Sao Paulo) অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন পেলে। তাঁর মেয়ে কেলি নজ্জিমেতো জানিয়েছেন, ক্যানসারে ভুগছেন পেলে। সেই সঙ্গে রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। হাত-পা ফুলে গেলেও এমারজেন্সি কিছু নয় বলেও জানিয়েছিলেন।