বিশ্বকাপ সেমিফাইনালের আগেই পিচ নিয়ে বিতর্ক চরমে। আইসিসি-র বেছে নেওয়া পিচ বদলে দেওয়ার অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। যে পিচে ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল সেই পিচে খেলা হবে না। এই নিয়ে নাকি আইসিসি-কে চিঠি লিখেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পিচ প্রস্তুতকারক অ্যান্ডি অ্যাটকিনসন।
ডেইলি মেলে প্রকাশিত রিপোর্ট বলছে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউ জ়িল্যান্ড ম্যাচের জন্য একটি অব্যবহৃত পিচ বেছে নিয়েছিলেন অ্যান্ডি। সেই পিচ বদলে এবার একটি ব্যবহৃত পিচে খেলা হবে। প্রথমে কথা ছিল ওয়াংখেড়ে স্টেডিয়ামের ৬ নম্বর পিচে খেলা হওয়ার কথা ছিল। কিন্তু পরে তা বদলে ৭ নম্বর পিচ করা হয়েছে। যেখানে আগে অস্ট্রেলিয়া বনাম দক্ষিণ আফ্রিকা ও ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ হয়েছে।
অভিযোগ উঠেছে, মূলত ভারতীয় বোলারদের সুবিধা করে দিতেই নতুন পিচ বেছে নেওয়া হয়েছে।