এভারেস্টে তো অনেকেই ওঠেন। কিন্তু অক্সিজেন ছাড়া এভারেস্টে (Everest) ? হ্যাঁ, সেই অসাধ্য সাধন করেছেন এক বাঙালি মেয়ে। তাঁর নাম পিয়ালি বসাক (Piyali Basak)।
হুগলির চন্দননগরের পিয়ালির বাড়ি৷ পাহাড়ের প্রতি ভালোবাসা সেই ছোটবেলা থেকেই। কিন্তু অনেক সময় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। শেষ পর্যন্ত যাবতীয় আর্থিক প্রতিকূলতাকে জয় করে রবিবার ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় (ভারতীয় সময় সকাল সাড়ে আটটায় ) পিয়ালী এভারেস্ট জয় করেন।
এই অভাবনীয় সাফল্যের পর এখন পিয়ালি শুভেচ্ছার জোয়ারে ভাসছেন। বাংলার পর্বতারোহীদের অনেকেই পিয়ালির এই সাফল্যে উচ্ছ্বসিত। তাঁরা বলছেন, পিয়ালি একজন মহিলা হয়ে যা করেছেন, তার জন্য় কোনও প্রসংশা যথেষ্ট নয়।