মোহনবাগান আবারও পেয়ে গিয়েছে তার স্বপ্নের সওদাগরকে। তিনি আন্তোনিও লোপেজ হাবাস। আইএসএলের ইতিহাসে সফলতম কোচ। স্প্যানিশ মায়েস্ত্রোর মগজাস্ত্রই বদলে দিয়েছে গোটা মোহনবাগান সুপার জায়েন্টকে। ময়দানে গুঞ্জন আছে, হাবাস নাকি রীতিমতো কড়া মাস্টারমশাই। আবেগের বহিঃপ্রকাশ কম। কিন্তু সাফল্যের সড়কটা চেনেন হাতের তালুর মতো। এমন কড়া হেডস্যারকে পেয়ে আপ্লুত সবুজ মেরুন তারকারা।
ম্যাচ জিতে মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা বললেন, "কোচ ভীষণ কড়া। আমরা এমনই এক জনকে চেয়েছিলাম।"
মোহনবাগান সুপার জায়েন্টের মাঝমাঠের স্তম্ভ দিমিত্রি পেট্রাটোসও হাবাসে মুগ্ধ। গোটা মরশুম জুড়ে অসামান্য খেলা বাগান সমর্থকদের আদরের দিমি বললেন, "এই জয়ের কৃতিত্ব আসলে কোচ হাবাস এবং জনি কাউকোর। ওঁরা দু’জন আসার পর আমাদের খেলা বদলে গিয়েছে।"
Mohun Bagan Super Giant: আবেগে ভাসল যুবভারতী, 'জয়-বিরু' কামিন্স-সাদিকুকে ভালোবাসায় ভরাল মোহন জনতা
অজি স্ট্রাইকার জেসন কামিন্স জানিয়েছেন ম্যাচের আগের রাতে স্বপ্ন দেখেছিলেন, পরিবর্ত হিসাবে নামবেন এবং গোল করবেন। সেই স্বপ্নপূরণ হয়েছে। জেসন বলেন, "সব কৃতিত্ব কোচের। কেমন লাগছে, ভাষায় বোঝাতে পারব না।"