বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে তখন শ্মশানের স্তব্ধতা। ক্লান্ত শরীরে, ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছেন ক্রিকেটাররা। এমন সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সঙ্গে নিয়ে ড্রেসিংরুমে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হতোদ্যম ক্রিকেটারদের উজ্জীবিত করার চেষ্টা করলেন আপ্রাণ।
গোটা টুর্নামেন্টে দারুণ পারফর্ম করা মহম্মদ শামিকে জড়িয়ে ধরেছিলেন প্রধানমন্ত্রী। শামি সেই ভিডিও পোস্ট করেছিলেন। এবার সামনে এল ড্রেসিংরুমে মোদীর সময় কাটানোর সম্পূর্ণ ভিডিও৷ তাতে দেখা যাচ্ছে, দুই সুপারস্টার রোহিত শর্মা এবং বিরাট কোহলির হাত ধরে মোদী বলছেন, "তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচে এমন হতেই পারে।" রোহিতের মুখে তখনও হাসি নেই৷ বিরাট কাষ্ঠহাসি হাসছেন৷ মোদী তাঁদের বলেন, "মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের।"
কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী বলেন, "তোমরা প্রচুর পরিশ্রম করেছ। একটা ম্যাচে এমন হতেই পারে।" এরপর একে একে রবীন্দ্র জাডেজা, শুভমন গিল, মহম্মদ শামি, যশপ্রীত বুমরাদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। বুমরার সঙ্গে গুজরাতি ভাষায় কথা বলেন। শামিকে বুকে জড়িয়ে ধরেন। হাত মেলান লোকেশ রাহুল, কুলদীপ যাদব, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদবদের সঙ্গে। টিম ইন্ডিয়াকে দিল্লিতে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।